প্রশ্ন-১: আপনি কি ভ্যাক্সিন বিরোধী (anti-vaxxer) ?
উত্তর : না। আমি ভ্যাক্সিনবিরোধী বা anti-vaxxer নই। আমি নিজেও নিজের শরীরে অনেক ভ্যাকসিন নিয়েছি। কিন্তু আমি বর্তমানে করোনা ভ্যাকসিনেশনের বিরোধীতা করছি কারণ আমি চলামান করোনা ভ্যাকসিনের ইফিকেসি (কার্যকরীতা) ও সেফটি (পার্শ্বপ্রতিক্রিয়া) নিয়ে সন্দিহান। শুধু করোনা ভ্যাকসিন নয়, আমার শরীরে যে কোন ওষুধ প্রবেশ করানোর আগে আমার অধিকার আছে, ঐ ওষুধটির ইফিকেসি ও সেফটি সম্পর্কে জানা। এবং ঐ ওষুধ কোম্পানি ও তার সংশ্লিষ্টদের উচিত সেটা সম্পর্কে সু-স্পষ্ট ধারণা দেয়া। কিন্তু অতি দুঃখের বিষয়, কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে শুরু থেকেই ইফিকেসি ও সেফটি নিয়ে ভ্যাকসিন কোম্পানি ও তার প্রচারকরা লুকোচুরি করে চলেছে। কেউ সত্যটা প্রচার করলে তাকে গুজবকারী, মিস-ইনফরমেশন দাতা, ইনফোডেমিক-কারী বা এন্টি-ভ্যাক্সার ট্যাগ দিচ্ছে। কেউ সত্য প্রচার করলে তাকে রাজাকার বলা হচ্ছে কিংবা তার ডাক্তারি সার্টিফিকেট কেড়ে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এটা কেন ?? একটি আরএনএ পজিটিভ সেন্সের আন-স্টেবল ভাইরাসের বিপক্ষে ভ্যাকসিন ১০-২০ বছরেও বের করা সম্ভব হয় না, আর করোনা ভ্যাকসিন মাত্র ৮ মাসে বের করেছেন, ওষুধ প্রশাসন থেকে ইমারজেন্সি অথরাইজ করেছেন, সেটার সেফটি ও ইফিকেসি নিয়ে কথা উঠতেই পারে। খোদ আমেরিকার সিডিসির ওয়েবসাইটে করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় হৃদরোগ হতে পারে বলে বিবৃতি আছে। কিন্তু সেই কথাটা কোন সাধারণ মানুষ বললেই তাকে ভ্যাকসিনবিরোধী বলবেন, এটা কেমন কথা? আপনি মুখে বাক স্বাধীনতার কথা বলবেন, বাক স্বাধীনতা চাইবেন, কিন্তু একজন লোক তার শরীরে একটি ভ্যাকসিন প্রবেশ করানোর আগে তার সেফটি ও ইফিকেসির প্রমান চাইলে তাকে ভ্যাকসিন-বিরোধী বলে মিথ্যা ট্যাগ দিবেন, তাকে রাজাকার বলে হেনস্থা করবেন, তার দেয়া তথ্যকে মিস-ইনফরমেশন বলে উড়িয়ে দিতে চাইবেন এটা তো মেনে নেয়া যায় না।
Great
ReplyDelete